স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মিজানুর রহমান সোমবার রাত ৯টায় ঢাকায় স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর মিঞাপাড়া এলাকায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি রাজশাহী, সিলেট ও সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ, চক্ষু বিশেষজ্ঞ ও সর্বশেষ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন। এদিকে মোবারকপুর ইউনিয়নের খড়কপুর গ্রামের মুক্তিযোদ্ধা বেলাদুল ইসলাম ইন্তেকাল করেছেন। গতকাল মঙ্গলবার ভোরে নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গতকাল বিকেল ৫টায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ডা. মিজানুর রহমানের জানাজায় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা, উপজেলার নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বজলার রশিদ সনুসহ উপজেলার স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।