<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের উন্নয়নের মাধ্যমে শহীদদের আত্মত্যাগকে অর্থবহ করে তোলার আহবান জানিয়েছেন ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। তিনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে নিরস্ত্র বাঙালি সশস্ত্ররূপে আবির্ভূত হয়। নিজের জীবনের পরোয়া না করে দেশের জন্য নিজেদের উৎসর্গ করে। তাঁদের স্বপ্ন পূরণে কাজ করছে বর্তমান সরকার।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বুধবার সাঁথিয়ার পাইকরহাটী শহীদনগর উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক (ডাব বাগান) শহীদনগর দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ হোসেন।</span></span></span></span></p>