<p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span lang="EN-US" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:.2pt">ফিলিপাইনের ম্যানিলায় র‌্যামন ম্যাগসেসাই পুরস্কার গ্রহণ করেছেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাকসান্দ। রকফেলার ব্রাদার্স ফান্ড নামের ফাউন্ডেশন থেকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কারটিকে এশিয়ার নোবেল পুরস্কারও বলা হয়। এর আগে গত ৩১ আগস্ট তিনি এই পুরস্কারে ভূষিত হয়েছেন। </span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span lang="EN-US" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:.2pt">গত শনিবার ম্যানিলায় মেট্রোপলিটন থিয়েটারে করভি রাকসান্দের হাতে পুরস্কার তুলে দেন রকফেলার ব্রাদার্স ফান্ডের চেয়ারম্যান তৃতীয় অরেলিও আর মন্টিনোলা ও সিনেটর র‌্যামন বি ম্যাগসেসাই জুনিয়র। </span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span lang="EN-US" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:.2pt">অনুষ্ঠানে বক্তব্য দেন ২০০২ সালের র‌্যামন ম্যাগসেসাই পুরস্কারপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ার দ্য ভেনারেবল পমনিয়ান সুনিম। সম্মানিত ব্যক্তিদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিলিপাইনের ফার্স্ট লেডি খ্যাত লিজা অ্যারানেতা-মার্কোস।</span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span lang="EN-US" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:.2pt">জাগো ফাউন্ডেশনের দূরদর্শী নেতৃত্বে সামাজিক পরিবর্তনে উদ্যোগী ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ইমার্জেন্ট লিডারশিপ ক্যাটাগরিতে করভি রাকসান্দকে ম্যাগসেসাই অ্যাওয়ার্ড-২০২২ পুরস্কার দেওয়া হয়েছে। জাগো ফাউন্ডেশন স্কুল এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) প্রগ্রামটি তাঁরই অধীনে পরিচালিত হয়। ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সংগঠনে বর্তমানে ৫০ হাজারের বেশি স্বেচ্ছাসেবী সামাজিক উন্নয়নমূলক কর্মসূচির জন্য উল্লেখযোগ্য অবদান রাখছেন। অন্যদিকে জাগো ফাউন্ডেশন স্কুল শিক্ষার মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং সুবিধাবঞ্চিতদের সাহায্য প্রদানের লক্ষ্যে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।</span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span lang="EN-US" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:.2pt">এ বছর বিভিন্ন বিভাগে মোট চারজনকে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার পাওয়া অন্যরা হলেন ভারতের রবি কান্নান, ফিলিপাইনের মিরিয়াম করোনেল-ফেরার ও পূর্ব তিমুরের ইগুয়েনিও লেমোস।</span></span></span></span></span></span></span></span></p>