প্রধানমন্ত্রী-অর্থমন্ত্রী বৈঠক আজ

আলোচনায় রপ্তানি পণ্যে নগদ প্রণোদনা ও পেনশন ব্যবস্থা

দেলওয়ার হোসেন
দেলওয়ার হোসেন
শেয়ার
আলোচনায় রপ্তানি পণ্যে নগদ প্রণোদনা ও পেনশন ব্যবস্থা

নতুন মন্ত্রিসভা গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বৈঠক আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সকাল ১১টা ১৫ মিনিটে গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও  অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবরা উপস্থিত থাকবেন।

অর্থ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর এই বৈঠকে দুটি বিষয় নিয়ে আলোচনা হবে।

বিষয় দুটি হলোরপ্তানি পণ্যের জন্য নগদ প্রণোদনা ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পেনশন ব্যবস্থা।

এ বিষয়ে জানতে চাইলে অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার গতকাল রাতে কালের কণ্ঠকে বলেন, আলোচ্যসূচিতে অনেক বিষয় থাকে। তবে এ বিষয়ে এখন কিছু বলব না। পরবর্তী সময়ে সাক্ষাতে কথা বলব।

জানা যায়, চলতি ২০২২-২৩ অর্থবছরে ৪৩ ধরনের পণ্য রপ্তানিতে নগদ সহায়তা দিচ্ছে সরকার। এসব পণ্য রপ্তানিতে ১ থেকে ২০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা দেওয়া হয়। এর মধ্যে আটটি পণ্য রপ্তানিতে মিলছে সর্বোচ্চ ২০ শতাংশ নগদ সহায়তা। এই পণ্যগুলো হলোশাক সবজি, ফলমূল ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য খাত; অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) রপ্তানি, বৈচিত্র্যকৃত পাটপণ্য, শতভাগ হালাল মাংস ও হালাল মাংসজাতীয় পণ্য, আলু, পাটকাঠি থেকে উৎপাদিত কার্বন ও জুট পার্টিকেল বোর্ড, শস্য ও শাক সবজির বীজ, আগর ও আতর পণ্য রপ্তানি খাত।

দ্বিতীয় সর্বোচ্চ ১৫ শতাংশ নগদ সহায়তা দেওয়া হচ্ছে ছয় খাতের পণ্য রপ্তানিতে। এ ছাড়া ১০ শতাংশ প্রণোদনা মিলছে বেশ কয়েকটি খাতে। এর বাইরে নতুন পণ্য বা নতুন বাজার সম্প্রসারণের ক্ষেত্রে ৪ শতাংশ হারে সহায়তা দেওয়া হবে।

অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, নতুন সরকার গঠনের পর থেকে প্রধানমন্ত্রী কৃষি, পাট ও চামড়াশিল্পে সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য তাগিদ দিচ্ছেন। নতুন মন্ত্রীদের প্রথম বৈঠকে এ বিষয়ে বেশ কিছু নির্দেশনাও দিয়েছেন।

ফলে আজকের এ বিষয়ে এই তিন পণ্য রপ্তানিতে নগদ প্রণোদনার বিষয়ে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিতে পারেন।

অর্থ বিভাগ সূত্রে জানা যায়, অর্থ বিভাগের অনুমোদন ছাড়াই বছরের পর বছর সরকারি তহবিল থেকে কর্মকর্তা-কর্মচারীদের পেনশন এবং অবসর সুবিধা দিয়ে আসা ১২টি রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পেনশন তহবিল সম্প্রতি আটকে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এসব প্রতিষ্ঠানের তালিকায় আছে পাবলিক বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর ইত্যাদি। একই ক্যাটাগরির আরো ১৩টি প্রতিষ্ঠানের নিজস্ব আয়ের অর্থে পেনশন সুবিধা চালুর শর্ত থাকলেও এগুলো পেনশন-অবসর সুবিধা দিতে সরকারি তহবিল ব্যবহার করছে। এসব প্রতিষ্ঠানের পেনশন স্কিমের তহবিল আংশিকভাবে স্থগিত করা হয়েছে এবং নিজস্ব আয় ব্যবহার করে এগুলোকে এ ধরনের সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেবল গত অর্থবছরেই এসব প্রতিষ্ঠানের পেনশন ও অবসরকালীন সুবিধা বাবদ সরকারি তহবিল থেকে এক হাজার ১০১ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গত অর্থবছরের সংশোধিত বাজেটে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ৬৮৮ কোটি ৯৫ লাখ টাকাসহ প্রতিষ্ঠানগুলোর পেনশন তহবিলের জন্য মোট ৭৭৯ কোটি ৩২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছিল। ফলে এসব বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

ডিএনসিসির প্রশাসকের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তার সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ডিএনসিসির প্রশাসকের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তার সাক্ষাৎ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেইভ। গতকাল সোমবার দুপুরে রাজধানীর গুলশান নগর ভবনে ডিএনসিসির প্রশাসকের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোলডেন, কমার্শিয়াল কাউন্সেলর জন ফে, ম্যানেজমেন্ট কাউন্সেলর ত্রিশিতা মাওলা ও ইকোনমিক অফিসার জেমস গার্ডিনার।

মন্তব্য

মোল্যা নজরুলসহ পুলিশের দুই কর্তা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মোল্যা নজরুলসহ পুলিশের দুই কর্তা সাময়িক বরখাস্ত

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত (সাবেক জিএমপি কমিশনার) ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ১৬ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপন দুটিতে সই করেন। প্রজ্ঞাপনে বলা হয়, গত বছর ৫ অক্টোবর গুলশান থানায় করা মামলায় গত ৯ ফেব্রুয়ারি ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

এ কারণে ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৩৯(২) ধারার বিধান অনুযায়ী গত ৯ ফেব্রুয়ারি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

মন্তব্য

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা নয়নের ৪ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা নয়নের ৪ সহযোগী গ্রেপ্তার

রাজধানীর শান্তিনগর এলাকায় গত রবিবার রাতে চাঁদাবাজি করার সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন সমর্থিত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আরো অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ মিলেছে। গতকাল সোমবার পুলিশের তদন্তসংশ্লিষ্ট সূত্র এ তথ্য দেয়। এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আল মাহমুদ রাজ, মাহিদুর জামান ওরফে মোহন হোসেন, নুর আলম ও মো. মাসুদ। পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে শান্তিনগর বাজারে রূপায়ণ অ্যাঞ্জেলের সামনে তাঁদের বেঁধে রেখে মারধর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের আটক করে থানায় নেয়।

মন্তব্য
সংক্ষিপ্ত

সিআইডি প্রধানের দায়িত্বে গাজী জসীম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সিআইডি প্রধানের দায়িত্বে গাজী জসীম উদ্দিন

অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি গাজী জসীম উদ্দিন।

গতকাল সোমবার ফেসবুকে সিআইডির পেজ থেকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। সিআইডি জানায়, রবিবার গাজী জসীম উদ্দিন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। গত ৯ মার্চ সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে সিআইডি থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়।

এ অবস্থায় নতুন কোনো কর্মকর্তা সিআইডির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ডিআইজি গাজী জসীম উদ্দিন এ দায়িত্ব পালন করবেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ