দ্বাদশ সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে গতকাল সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী মো. শহীদুজ্জামান সরকার এক লাখ ১৮ হাজার ৯৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৭৪ হাজার ৩৬৩ ভোট।
গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টায় পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।
ধামইরহাট উপজেলায় ৫৩ এবং পত্নীতলা উপজেলায় ৭১টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী চারবারের সংসদ সদস্য ও সাবেক হুইপ মো. শহীদুজ্জামান সরকার এই ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ড. ইঞ্জিনিয়ার এইচ এম আখতারুল আলম। ভোটার উপস্থিতির প্রায় ৫৭ শতাংশ। নৌকার প্রার্থী ধামইরহাট উপজেলায় ৫৩টি কেন্দ্রে ভোট পেয়েছেন ৪৬ হাজার ২৪৬ এবং পত্নীতলা উপজেলায় পেয়েছেন ৭২ হাজার ৬৯৪। অন্যদিকে এইচ এম আখতারুল আলম ধামইরহাট উপজেলায় ভোট পেয়েছেন ৩৮ হাজার ৮৫৪ এবং পত্নীতলা উপজেলায় ভোট পেয়েছেন ৩৫ হাজার ৫০৯। নির্বাচনে অন্য দুই প্রার্থী জাপার মো. তোফাজ্জল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মেহেদী মাহমুদ রেজা ঈগল মার্কা জামানত হারিয়েছেন।
গত ২৯ ডিসেম্বর এ আসনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ইন্তেকাল করায় ভোটগ্রহণ বাতিল করা হয়। পরে নতুন করে তফসিল ঘোষণা করা হয়।
এ আসনে প্রার্থীরা হলেন নৌকার প্রার্থী মো. শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল মার্কা মো. তোফাজ্জল হোসেন, স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কা ড. ইঞ্জিনিয়ার এইচ এম আখতারুল আলম ও স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কা মেহেদী মাহমুদ রেজা।