<p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.25pt">জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য এবং দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি লায়েকুজ্জামান (৬০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বিকেলে কর্মস্থলে অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।</span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.25pt">লায়েকুজ্জামানের প্রথম জানাজা গত রাতে ঢাকার কাকরাইলের কোয়ান্টাম ফাউন্ডেশন চত্বরে অনুষ্ঠিত হয়। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় ডিআরইউ প্রাঙ্গণে ও সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ফরিদপুরের নগরকান্দায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। লায়েকুজ্জামানের জন্ম ১৯৬৪ সালে ফরিদপুরের নগরকান্দায়। তিনি দৈনিক কালের কণ্ঠ, মানবজমিন, সকালের খবর, দিন দর্পণসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ছিলেন।</span></span></span></span></span></span></span></span></p> <p style="margin-bottom:13px"><span style="font-size:11pt"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="line-height:115%"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.25pt">সাবেক বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ গতকাল এক বিবৃতিতে সাংবাদিক লায়েকুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এদিকে জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত সাংবাদিক লায়েকুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।</span></span></span></span></span></span></span></p>