<p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাকির হোসেন নামের এক ব্যবসায়ী তাঁর ভাগ্নেকে সঙ্গে নিয়ে গাড়িতে করে গত বছরের ৯ অক্টোবর একটি জমি কেনার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে ডেমরার সুলতানা কামাল ব্রিজের ওপরে গাড়িটির গতিরোধ করে তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে সঙ্গে থাকা ৩৬ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে একদল ডাকাত। হাত-পা বেঁধে পূর্বাচল এলাকায় তাঁদের ফেলে ডাকাতরা পালিয়ে যায়। পরে এই ঘটনায় ডেমরা থানায় মামলা করেন জাকির।</span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.25pt">মামলার ছায়া তদন্ত এবং ডাকাতদলের সন্ধানে নামে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিম। গত রবিবার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত টানা অভিযানে ডেমরা ও যাত্রাবাড়ী থেকে ডাকাতদলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আবুল কাশেম ওরফে জাহিদ (৪৫) ও মোস্তাফিজুর রহমান (৩৯)। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহার করা একটি মাইক্রোবাস, তিনটি গাড়ি, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে লুণ্ঠিত টাকার মাত্র ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।</span></span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.25pt">গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।</span></span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.25pt">জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি জানায়, ধরা পড়ার ভয়ে ডাকাতদল ডাকাতির টাকা যাতে ফেরত দিতে না হয়, সে জন্য তা বিনিয়োগ করে। ডাকাতির টাকায় তারা কিনেছে গাড়ি ও জমি। ডাকাতির টাকায় কেনা গাড়ি ব্যবহার করে আবার তারা নামে ডাকাতিতে।</span></span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.25pt">ভুক্তভোগী জাকির হোসেন বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="letter-spacing:-.25pt">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.25pt">আমি ও আমার ভাগ্নে একটি জমি যৌথভাবে কেনা ও রেজিস্ট্রেশনের জন্য নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিলাম। ডেমরার সুলতানা কামাল ব্রিজের ওপরে থাকা অবস্থায় পেছন থেকে ফলো করে আসা একটি কালো রঙের গাড়ি আমাদের গাড়ির গতিরোধ করে। সামনে দাঁড়িয়ে ওয়াকিটকি ও পিস্তল হাতে একদল লোক আমাদের গাড়ি থেকে নামায়। নামার মাত্র ১০ থেকে ১৫ সেকেন্ডের মধ্যে আমাদের দুজনের হাত-পা ও চোখ বেঁধে ফেলা হয়। আমাদের গাড়িতেই তারা আমাদের জিম্মি করে বিভিন্ন সড়কে ঘোরাঘুরি করতে থাকে। গাড়িতে কত টাকা আছে জানতে চায়। ৩৬ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পর বিকেল ৫টার দিকে পূর্বাচলের সারুলিয়া এলাকায় সড়কের পাশে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় আমাদের ফেলে চলে যায় তারা।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="letter-spacing:-.25pt">’</span></span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.25pt">ডিবিপ্রধান বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="letter-spacing:-.25pt">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.25pt">অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে গিয়ে আমরা মোস্তাফিজুর রহমান (৩৯) ও আবুল কাশেম ওরফে জাহিদ (৪৫) নামের দুজনকে গ্রেপ্তার করি। মোস্তাফিজের নামে থানায় পাঁচটি মামলা আছে। কাশেমের নামে মামলা আছে তিনটি। এসব ডাকাতি ও অস্ত্র মামলায় একাধিকবার তাঁরা জেলে গেছেন।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="letter-spacing:-.25pt">’</span></span></span></span></span></span></span></p>