ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১, ১৭ রমজান ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১, ১৭ রমজান ১৪৪৬

‘বিস্টি আইলে ছাও লইয়া বইয়া থাহি’

  • ভালুকার হাতিবেড় আশ্রয়ণ প্রকল্প
মোখলেছুর রহমান মনির, ভালুকা (ময়মনসিংহ)
মোখলেছুর রহমান মনির, ভালুকা (ময়মনসিংহ)
শেয়ার
‘বিস্টি আইলে ছাও লইয়া বইয়া থাহি’
ভালুকা উপজেলার হাতিবেড় আশ্রয়ণ প্রকল্পের জরাজীর্ণ ব্যারাকগুলোতে ঝড়-বৃষ্টির সঙ্গে সংগ্রাম করে থাকতে হচ্ছে বাসিন্দাদের। ছবি : কালের কণ্ঠ

ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোর অবস্থা খুবই নাজুক হয়ে পড়েছে। টিনের চালা ও বেড়া ভেঙে গেছে বহু ঘরের। বৃষ্টি হলেই ঘরের ভেতর পানি পড়ে। বর্ষা, শীত ও গ্রীষ্মে প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে টিকে থাকতে হয় বাসিন্দাদের।

প্রকল্পের ৫ নম্বর ব্যারাকের বাসিন্দা হালিমা খাতুন বলেন, ‘জংকার দইরা গরের চাল অনেক আগেই নষ্ট অইয়া গেছে। চাল-অ হাজার হাজার কানা (ছিদ্র)। বিস্টি আইলে ছাও (ছেলেমেয়ে) লইয়া বইয়া থাহি। গরের খেতা-বালিশ, জিনিসপত্তর সব বিইজ্যা যায়।
’ হালিমা খাতুন জানান, তাঁদের দুই ছেলেমেয়ে। স্বামীর সামান্য আয়ে কায়ক্লেশে চলে তাঁদের সংসার। নিজের জায়গাজমি নেই। খালি পড়ে থাকায় প্রায় ছয় বছর আগে তাঁরা ৫ নম্বর ব্যারাকের একটি কক্ষে উঠে কোনোভাবে বসবাস করছেন।

১৯৯৮ এবং ১৯৯৯ সালে উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড়, বনগাঁও ও ধলিকুড়ি মৌজায় ৪২.৩৭ একর জমির ওপর সরকারিভাবে ২২টি ব্যারাকে ২২০টি ঘর নির্মাণ করা হয়। ৫ নম্বর ব্যারাকের অন্য বাসিন্দা আবদুল মালেকের স্ত্রী হাওয়া বেগম জানান, ছেলেমেয়ে নিয়ে তিনি ২০ বছর ধরে ৫ নম্বর ব্যারাকের জরাজীর্ণ একটি কক্ষে আছেন। অনেকবার কাগজপত্র জমা দিয়েছেন। কিন্তু কক্ষের বরাদ্দ এখনো পাননি।

সরেজমিনে গিয়ে আশ্রয়ণ প্রকল্পটির কয়েকটি ব্যারাক ঘুরে দেখা যায়, অনেকেই নিজ খরচে চালার কিছু টিন পরিবর্তন করে নিয়েছেন।

ঘরের বরাদ্দপ্রাপ্ত অনেকেই অন্যত্র চলে গেছেন। অন্যদিকে ঘর খালি পড়ে থাকায় অনেকেই এসে উঠেছেন এবং বেশ কয়েক বছর ধরে বসবাস করছেন। তবে একাধিকবার কাগজপত্র দেওয়া হলেও এখনো তাঁদের নামে ঘর বরাদ্দ দেওয়া হয়নি। তা ছাড়া সময়ের ব্যবধানে সংসার বড় হওয়ায় তাঁদের অনেকেই এনজিও থেকে ঋণ নিয়ে ব্যারাক এলাকায় আলাদা ঘর নির্মাণ করেছেন।

হাতিবেড় আশ্রয়ণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জসিম উদ্দিন জানান, আশ্রয়ণ প্রকল্পের ব্যারাকের ঘরগুলোর অবস্থা বর্তমানে খুবই নাজুক। নির্মাণের পর এ যাবৎ ব্যারাকগুলোর কোনো সংস্কার করা হয়নি। প্রকল্পের নলকূপ এবং টয়লেটের সবটিই বর্তমানে অকেজো। দিন দিন বেদখল হচ্ছে প্রকল্পের জমি। সীমানা চিহ্নিত না থাকায় যে যার মতো করে জমি দখল করে নিচ্ছে।

স্থানীয় ইউপি চেয়াম্যান নুরুল ইসলাম জানান, তাঁর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের জরাজীর্ণ ব্যারাকগুলো সংস্কারের জন্য তিনি উপজেলা পরিষদ সমন্বয় কমিটির সভায় একাধিকবার কথা বলেছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. নায়েমা তাবাচ্ছুম শাহ বলেন, ‘বরাদ্দ পাওয়া গেলে উপজেলার উথুরা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের ব্যারাকগুলো সংস্কার করা হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান জানান, তিনি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন ও বিস্তারিত জেনে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

ডিএনসিসির প্রশাসকের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তার সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ডিএনসিসির প্রশাসকের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তার সাক্ষাৎ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেইভ। গতকাল সোমবার দুপুরে রাজধানীর গুলশান নগর ভবনে ডিএনসিসির প্রশাসকের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোলডেন, কমার্শিয়াল কাউন্সেলর জন ফে, ম্যানেজমেন্ট কাউন্সেলর ত্রিশিতা মাওলা ও ইকোনমিক অফিসার জেমস গার্ডিনার।

মন্তব্য

মোল্যা নজরুলসহ পুলিশের দুই কর্তা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মোল্যা নজরুলসহ পুলিশের দুই কর্তা সাময়িক বরখাস্ত

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত (সাবেক জিএমপি কমিশনার) ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ১৬ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপন দুটিতে সই করেন। প্রজ্ঞাপনে বলা হয়, গত বছর ৫ অক্টোবর গুলশান থানায় করা মামলায় গত ৯ ফেব্রুয়ারি ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

এ কারণে ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৩৯(২) ধারার বিধান অনুযায়ী গত ৯ ফেব্রুয়ারি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

মন্তব্য

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা নয়নের ৪ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা নয়নের ৪ সহযোগী গ্রেপ্তার

রাজধানীর শান্তিনগর এলাকায় গত রবিবার রাতে চাঁদাবাজি করার সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন সমর্থিত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আরো অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ মিলেছে। গতকাল সোমবার পুলিশের তদন্তসংশ্লিষ্ট সূত্র এ তথ্য দেয়। এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আল মাহমুদ রাজ, মাহিদুর জামান ওরফে মোহন হোসেন, নুর আলম ও মো. মাসুদ। পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে শান্তিনগর বাজারে রূপায়ণ অ্যাঞ্জেলের সামনে তাঁদের বেঁধে রেখে মারধর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের আটক করে থানায় নেয়।

মন্তব্য
সংক্ষিপ্ত

সিআইডি প্রধানের দায়িত্বে গাজী জসীম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সিআইডি প্রধানের দায়িত্বে গাজী জসীম উদ্দিন

অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি গাজী জসীম উদ্দিন।

গতকাল সোমবার ফেসবুকে সিআইডির পেজ থেকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। সিআইডি জানায়, রবিবার গাজী জসীম উদ্দিন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। গত ৯ মার্চ সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে সিআইডি থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়।

এ অবস্থায় নতুন কোনো কর্মকর্তা সিআইডির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ডিআইজি গাজী জসীম উদ্দিন এ দায়িত্ব পালন করবেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ