সরকারি নির্দেশ সত্ত্বেও গত এক যুগেও পুরান ঢাকার কেমিক্যাল কারখানাগুলো সরানো হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির পক্ষ থেকে কারখানাগুলোকে শিগগির অন্য জায়গায় সরিয়ে নিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোর সার্বিক কার্যক্রম ও চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা শেষে এই সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি আমির হোসেন আমুর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, মির্জা আজম, শামীম ওসমান, মো. আব্দুল ওদুদ, আবদুল লতিফ সিদ্দিকী, মোহাম্মদ মোহিত-উর রহমান প্রমুখ।
কমিটি সূত্রে জানা গেছে, সরকারি সিদ্ধান্তের পর দীর্ঘ এক যুগ পার হলেও পুরান ঢাকা থেকে কেমিক্যাল কারখানাগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়নি। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরও দুই হাজার কেমিক্যাল গুদামের বিপরীতে শ্যামপুরে অস্থায়ীভাবে মাত্র ৫৪টি প্রস্তুত হয়েছে। এ ছাড়া টঙ্গীতে আরো ৫৩টি অস্থায়ী কেমিক্যাল গুদাম তৈরি এবং মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্থায়ীভাবে ৩০০ একর জায়গায় কেমিক্যাল পল্লী তৈরির কাজ চলছে।
দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর কার্যকর তৎপরতা না থাকার কারণেই মূলত কেমিক্যাল গুদাম স্থানান্তরের সিদ্ধান্ত বাস্তবায়নে দীর্ঘসূত্রতা সৃষ্টি হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে পুরান ঢাকায় আবারও বড় ধরনের অগ্নিদুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কমিটির সদস্যরা।