<p><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ১০ হাজার ৬৩৮ জন উত্তীর্ণ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।</span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উত্তীর্ণদের লিখিত পরীক্ষা আগামী জুলাইয়ে অনুষ্ঠিত হতে পারে। তবে পিএসসি তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লিখিত পরীক্ষার সময়সূচি পরে কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। পিএসসির ওয়েবসাইট </span></span><span class="MsoHyperlink" style="color:black"><span style="text-decoration:underline"><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black"><span style="color:black">www.bpsc.gov.bd</span></span></span></span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ছাড়াও টেলিটক মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন চাকরিপ্রার্থীরা। মোবাইল ফোনে পিএসসি লিখে স্পেস দিয়ে ৪৬ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাচ্ছে। সূত্র জানায়, গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। আবেদন গ্রহণ শুরু হয় ১০ ডিসেম্বর। প্রিলিমিনারি পরীক্ষা দিতে আবেদন করেছিলেন তিন লাখ ৩৭ হাজার ৯৮৬ জন। গত ২৬ এপ্রিল আটটি বিভাগীয় শহরে পরীক্ষা হয়। মাল্টিপল চয়েজ কোয়েশ্চেন (এমসিকিউ) পদ্ধতির ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন দুই লাখ ৫৪ হাজার ৫৬১ জন।</span></span></span></span></span></span></p>