অবশেষে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য ২৬১টি বিলাসবহুল গাড়ি কেনার চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৩৮২ কোটি টাকা। গত মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এ সিদ্ধান্ত হয়
অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন এবং মাঠ পর্যায়ে নিরবচ্ছিন্ন পরিবহন সেবা নিশ্চিত করতে গত বছরের আগস্টে এসব গাড়ি কেনার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু নতুন গাড়ি কেনার প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয় গত নভেম্বরে অনুমোদন না দিয়ে ফেরত পাঠিয়েছিল।
একই সঙ্গে তিনটি পর্যবেক্ষণ তুলে ধরে সেসবের জবাব দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। সেই পর্যবেক্ষণের জবাব পেয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় এসব গাড়ি কেনার অনুমোদন দেয়। এরপর গত মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এসব গাড়ি কেনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি যানবাহন অধিদপ্তরের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে এসব গাড়ি কেনা হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগ) সাঈদ মাহবুব খান কালের কণ্ঠকে বলেন, ‘গত মঙ্গলবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়েছে। সেখানে বিষয়টি চূড়ান্ত হতে পারে। তবে আমি বৈঠকে ছিলাম না।’
মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মাহমুদুল হোসাইন খান কালের কণ্ঠকে বলেন, ‘ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আলোচ্যসূচিতে যে বিষয়গুলো ছিল সেগুলোর বিষয়ে আমি ব্রিফ করেছি।
এর বাইরে কিছু বলতে পারব না।’ গাড়ি কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয় ভালো বলতে পারবে। কারণ অনুমোদন হয়ে গেলে তারাই গাড়ি কিনবে।’
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ডিসি-ইউএনওদের জন্য ২৬১টি গাড়ি কেনার বিষয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
এখন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফাইল এলে গাড়ি কেনা হবে। কর্মকর্তারা বলেন, মাঠ প্রশাসনে গাড়ির খুবই সংকট। বিভিন্ন জেলা থেকে প্রতিনিয়তই গাড়ির চাহিদা আসছে। কিন্তু সরকারি যানবাহন অধিদপ্তরের গাড়ি না থাকায় মাঠ প্রশাসনে গাড়ি সরবরাহ করা যাচ্ছে না। বর্তমানে যে গাড়িগুলো আছে সেগুলো অনেক পুরনো।
জানা গেছে, গত ১১ অক্টোবর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ডিসি-ইউএনওদের জন্য গাড়ি কেনার প্রস্তাবে নীতিগত সম্মতি দেওয়া হয়। প্রতিটি গাড়ির দাম ধরা হয়েছে এক কোটি ৪৬ লাখ টাকা। এসব গাড়ি কিনতে সব মিলিয়ে সরকারের ব্যয় হবে ৩৮১ কোটি ৫৮ লাখ টাকা। এর মধ্যে ডিসিদের জন্য গাড়ি কেনা হবে ৬১টি। ইউএনওদের ব্যবহারের জন্য কেনা হবে ২০০টি গাড়ি।