<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুরে কোটা আন্দোলনে নিহত সাজ্জাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। তাঁর পরিবারকে দেওয়া হয়েছে খাদ্য সহায়তা। এ ছাড়া বগুড়ার শেরপুরে আরো দুই অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। প্রতিনিধিদের পাঠানো খবর :</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="বসুন্ধরা " height="41" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/08.August/07-08-2024/mk/kk-2-2024-08-07-12a.jpg" style="float:left" width="300" />রংপুর : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোটা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সংস্কারের আন্দোলন ঘিরে সহিংসতায় ১৯ জুলাই নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেনের স্ত্রী জিতু বেগমকে সহায়তা দেওয়া হয়েছে। বসুন্ধরা শুভসংঘ রংপুর জেলা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার তাঁর হাতে তুলে দেওয়া হয় খাদ্য সহায়তা। সাজ্জাদ হোসেনের বাড়ি রংপুর নগরীর উত্তর কামাল কাছনা এলাকায়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাজ্জাদ হোসেনের স্ত্রী জিতু বেগম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমার শ্বশুরের মৃত্যুর পর আমার স্বামী সংসারের হাল ধরেন। সবজি বিক্রি করে যে আয় হতো তা দিয়েই আমাদের সংসার চলত। আমার স্বামীকে যারা মেরে ফেলেছ আল্লাহ তাদের বিচার করুক।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span>   </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ রংপুর জেলা শাখার সভাপতি ও রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. সাদাকাত হোসেন, বসুন্ধরা শুভসংঘ রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক তানজিম হাসান, সমাজকল্যাণ সম্পাদক খলিলুর রহমান, অর্থ সম্পাদক সোহাগ কুমার দাশ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক জাহিদ আলম জেমস, সদস্য দিগন্ত রায়, বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক গোলজার রহমান প্রমুখ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শেরপুর (বগুড়া</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">) : মজিবর সেখ পেশায় রিকশাচালক। প্রতিদিন শহরে রিকশা চালিয়ে যে টাকা আয় করেন তা দিয়েই সংসার চলে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন তিনি। ফলে আয়-রোজগার নেই বললেই চলে। তাই সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সখিনা বেওয়ার একই অবস্থা। সংসারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন তাঁর স্বামী। কিছুদিন আগে তিনি মারা যান। এর পর থেকে দুই মেয়েকে নিয়ে খুবই অর্থকষ্টে রয়েছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খবর পেয়ে ওই দুই পরিবারের পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ। গত রবিবার বিকেলে বগুড়ার শেরপুর উপজেলার রিকশাচালক মজিবর সেখ ও সখিনা বেওয়ার হাতে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে তুলে দেওয়া হয় এক মাসের খাদ্যসামগ্রী।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘ শেরপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল হাই বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলীম, শরীফ আহম্মেদ, কালের কণ্ঠ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র শেরপুর প্রতিনিধি আইয়ুব আলী, বসুন্ধরা শুভসংঘ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সদস্য গোলাম রব্বানী, হাবিবুর রহমান পান্না প্রমুখ উপস্থিত ছিলেন।</span></span></span></span></p>