<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এখন থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হবে। এ ক্ষেত্রে বেসরকারি খাতকে উৎসাহিত করা হবে। তবে বেসরকারি খাতকে প্রতিযোগিতার মাধ্যমে কাজ পেতে হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল রবিবার উপদেষ্টা মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। এদিকে গতকাল ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে মেট্রো রেল স্টেশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন অতি দ্রুত সংস্কার করা হবে এবং এ ব্যাপারে জাপানের রাষ্ট্রদূতের কাছে সহায়তা চাওয়া হবে। মেট্রো রেলের নিরাপত্তা বৃদ্ধি করার লক্ষ্যে উপদেষ্টা মেট্রো রেলকে প্রয়োজনীয় সেবা হিসেবে ঘোষণা করা এবং কেপিআই আপডেট করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। </span></span></span></span></p> <p> </p>