<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আন্দোলনের মুখে ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের রাজস্ব খাতে স্থানান্তরের জন্য স্থানীয় সরকার বিভাগে চিঠি দিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সহিদ উদ্দিন। গতকাল রবিবার স্থানীয় সরকার বিভাগের উপসচিবের (পাস-২) দৃষ্টি আকর্ষণ করে এই চিঠি পাঠানো হয়। ওয়াসা এমডির চিঠিতে বলা হয়, ঢাকা ওয়াসার বিভিন্ন বিভাগে প্রায় আড়াই হাজার আউটসোর্সিং কর্মচারী নিয়োজিত আছেন। তাঁদের চাকরির সুরক্ষায় বয়স শিথিল করে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য অনুরোধ করা হলো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সামান্য বেতনের প্রেক্ষাপটে মানবিক বিবেচনায় তাঁদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা প্রয়োজন। স্থানীয় সরকার বিভাগ বরাবর চিঠি পাঠানোর আগে গতকাল সকাল ১১টা থেকে কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে নিজেদের দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। দুপুর ১২টার দিকে মিছিল করে তাঁরা ব্যবস্থাপনা পরিচালকের কক্ষের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে এমডি একটি প্রতিনিধিদল পাঠালেও তাদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান আন্দোলনকারীরা। ২টার দিকে আন্দোলনকারীদের মধ্য থেকে পাঁচজনকে এমডির সঙ্গে আলোচনার জন্য ডেকে নেওয়া হয়।</span></span></span></span></p>