<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রস্তাবিত নিয়োগবিধি গেজেট আকারে প্রকাশসহ তিন দফা দাবি জানিয়েছেন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা। ১৫ কর্মদিবসের মধ্যে এসব দাবি আদায় না হলে রিপোর্ট বন্ধ, কর্মবিরতিসহ ধারাবাহিক কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের পক্ষে মো. সোহেল হোসেন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন মাঠ পর্যায়ে কর্মরত ২৮ হাজার পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী। কোনো নিয়োগবিধি না থাকায় আমরা সব ধরনের পদোন্নতি বা আর্থিক সুবিধা থেকে বঞ্চিত। যে পদে নিয়োগ সেই পদে থেকেই বিদায় নিতে হয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>