<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম দক্ষিণ রাউজানের ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আবু জাফরকে ২০১০ সালের ২৭ মার্চ চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী থেকে তুলে নিয়ে গিয়ে গুম করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। আর এই গুমের পেছনে রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে অভিযুক্ত করে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর মোমিন রোডে রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছেন সৈয়দ আবু জাফরের ছেলে জিসানুর রহমান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংবাদ সম্মেলনে তিনি বলেন, লন্ডনভিত্তিক একটি অনলাইন টিভি চ্যানেলের টক শো সূত্রে সেই রহস্য উন্মোচন হতে চলছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লন্ডনভিত্তিক অনলাইন ১অ ঘবংি চ্যানেলের একটি টক শোর মাধ্যমে জেনেছেন রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর প্রত্যক্ষ নির্দেশে আমার বাবা জাফর চেয়ারম্যানকে অপহরণ করে গুমের পর ক্রসফয়ারে দেওয়ার জন্য সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল হাসিনুর রহমানকে বলেন। তবে তিনি খুন করতে রাজি হননি। তাঁর ভাষ্য অনুযায়ী, এই কারণেই লে. কর্নেল হাসিনুর রহমানের ওপর ক্ষিপ্ত ছিলেন সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। তারপর সঙ্গে সঙ্গে লে. কর্নেল হাসিনুর রহমানের পোস্টিং হয়ে যায়। পরে ফজলে করিমের নির্দেশে সদ্য গ্রেপ্তার হওয়া সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান আমার বাবাকে খুন করে গুম করেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বি এম ফজলে করিম চৌধুরী কাদের মাধ্যমে আমার বাবাকে গুমের জন্য অপহরণ করে নিয়েছিলেন তা তাঁকে জিজ্ঞাসা করলে বেরিয়ে আসবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংবাদ সম্মেলনে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী শুধু খুন করার পর গুম করে ক্ষান্ত হননি। লন্ডনভিত্তিক চ্যানেলে টক শোটি প্রচারিত হওয়ার পর ফজলে করিম চৌধুরী জোরপূর্বক আমার মাকে থানায় নিয়ে গিয়ে টক শোর বিরুদ্ধে একটি জিডি রুজু করান।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>