<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দি মেট্রোপলিটান খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নিয়ে একটি চক্র গভীর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির পরিচালকরা। এ ছাড়া দেশের সব খ্রিস্টান ক্রেডিট ইউনিয়নের সমন্বয়কারী সংস্থা দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশকে (কাল্ব) ঘিরেও ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ জানিয়েছেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মনিপুরীপাড়ায় অবস্থিত আর্চবিশপ মাইকেল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট দুই সংগঠনের পক্ষ থেকে এসব অভিযোগ করা হয়।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংগঠন দুটির চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশন সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, বোর্ডের সাবেক কিছু অসাধু পরিচালক দায়িত্ব পালনকালে স্থাপনা নির্মাণ এবং উন্নয়নমূলক কাজের নামে বিপুল অর্থ লুটপাট করেছেন। বর্তমান কমিটি বিষয়টি খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্ত করে। অনিয়ম ও দুর্নীতি প্রমাণিত হওয়ায় আইনি পদক্ষেপ নেওয়া শুরু হলে তাঁরা পদত্যাগ করে আত্মগোপনে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> চলে যান। তদন্তে সাবেক কমিটির জমি ক্রয় এবং কাল্ব রিসোর্টে বার অনুমোদনের লাইসেন্স বাবদ বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ধরা পড়ে। এই চক্রটিই আবার কাল্বকে গ্রাস করার ষড়যন্ত্র করছে। তাদের প্ররোচনায় প্রতিষ্ঠানকে ঘিরে অসত্য, বানোয়াট সম্মানহানিকর তথ্য ছড়ানো হচ্ছে।</span></span></span></span></p>