<p>বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিনা কারণে তারেক রহমান যদি আসামি হতে পারেন, দুই কোটি টাকার মামলায় খালেদা জিয়া যদি পাঁচ বছর জেল খাটতে পারেন; তাহলে ১১৮টা মামলার জন্য শেখ হাসিনার ১০০ বছর জেল হওয়া উচিত। গতকাল শুক্রবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।</p> <p>বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে নিঃশর্ত প্রত্যাহারের দাবি’তে এ কর্মসূচির আয়োজন করে ‘জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম’।</p> <p>স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ করে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘যে লোকটি আমার পা অচল করে দিয়েছেন, ৩১ সংসদ সদস্যকে পিটিয়ে আহত করেছেন, বিএনপির অফিসকে তছনছ করে দিয়েছেন। তাঁদের আইনের আওতায় আনেন। মানুষকে একটু দেখান।’</p> <p>জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমীর হোসেন আমু প্রমুখ।</p> <p> </p>