<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ঝালকাঠিতে কালের কণ্ঠ অফিসসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে ন্যক্কারজনক হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার দুপুর ১২টায় ঝালকাঠি প্রেস ক্লাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। ঝালকাঠির গণমাধ্যমকর্মীরা এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। দৈনিক কালের কণ্ঠ</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">র জেলা প্রতিনিধি কে এম সবুজের সভাপতিত্বে এবং বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি এস এম রেজাউল করিমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে বক্তব্য দেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, দৈনিক শতকণ্ঠ পত্রিকার সম্পাদক ও আঞ্চলিক সংবাদপত্র পরিষদের মহাসচিব, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, দৈনিক অজানা বার্তা পত্রিকার সম্পাদক এস এম এ রহমান কাজল, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, প্রেস ক্লাবের সহসভাপতি আল আমিন তালুকদার, সহসাধারণ সম্পাদক আ স ম মাহামুদুর রহমান পারভেজ, দৈনিক গাউছিয়া পত্রিকার প্রকাশক অলোক সাহা, আরটিভি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল, বিটিভি প্রতিনিধি জান্নাতিন নাঈম দীপ, সাংবাদিক মিজানুর রহমান টিটু, রুহুল আমিন রুবেল, কাজী সোলায়মান সুমন, বাংলানিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি নাঈম হোসেন, কালবেলা প্রতিনিধি আরিফুর রহমান, আজকের পত্রিকার প্রতিনিধি আরিফুর রহমান রায়হান ও এইচ এম গিয়াস উদ্দিন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সমাবেশে বক্তারা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই দাবি, মিডিয়া হাউস ও মিডিয়াকর্মীদের ওপর যারাই হামলা করবে, তাদের আগে আইনের আওতায় আনতে হবে। এ ধরনের হামলা বন্ধে সরকারকে পদক্ষেপ নিতে হবে। সমাবেশে বক্তারা সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধেরও দাবি জানান।</span></span></span></span></span></p> <p> </p>