<p>চা শ্রমিকের মজুরি সাড়ে আট টাকা বৃদ্ধির গেজেট প্রত্যাহার করে ৫০০ টাকা মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন চা শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির নেতারা। গতকাল সচিবালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাতে তাঁরা এসব দাবি তুলে ধরেন।</p> <p>শ্রম উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এক বিবৃতিতে সংগ্রাম কমিটির পক্ষ থেকে বলা হয়, সচিবালয়ে শ্রম উপদেষ্টার কক্ষে বিকেল ৪টায় বৈঠক অনুষ্ঠিত হয়। শ্রমিকদের পক্ষ থেকে মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ভূমির অধিকারসহ ১০ দফা দাবি তুলে ধরা হয়েছে। শ্রম উপদেষ্টা শ্রমিকদের দাবিগুলো বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। আসিফ মাহমুদ বলেন, ‘চা-বাগান শ্রমিকদের বঞ্চনার কথা আমি মন দিয়ে শুনলাম। আপনাদের দাবির বিষয়ে আমি খোঁজখবর ও পদক্ষেপ নেব।’</p> <p> </p>