<p>উৎপাদন খরচ বাড়ার অজুহাত দেখিয়ে যোগসাজশ করে বোতলজাত পানির দাম বাড়িয়েছে দেশের নামি-দামি বেশ কিছু কম্পানি। এভাবে ভোক্তার পকেট থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। আধালিটারের বোতলজাত পানির দাম বাড়িয়ে ৪২০ শতাংশ পর্যন্ত মুনাফা করছে কম্পানিগুলো। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের অনুসন্ধানে এসব তথ্য-প্রমাণ পাওয়া গেছে।</p> <p>এ অপরাধে সাতটি কম্পানির বিরুদ্ধে মামলা করেছে প্রতিযোগিতা কমিশন। প্রতিষ্ঠানগুলো হলো : কোকা-কোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেড, ট্রান্সকম বেভারেজ, মেঘনা বেভারেজ, পারটেক্স বেভারেজ, রূপসী ফুডস (সিটি গ্রুপ), আকিজ ফুড অ্যান্ড বেভারেজ এবং প্রাণ বেভারেজ লিমিটেড। কম্পানিগুলোর বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমান।</p> <p>তিনি বলেন, অনুসন্ধানে জানা যায়, কম্পানিগুলো নিজেরা যোগসাজশ করে পানির দাম বাড়িয়েছে। তারা সবাই একসঙ্গে আধালিটার বোতলজাত পানির দাম ১৫ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করেছে। এতে প্রতি বোতলে তাদের ১০ টাকা লাভ হচ্ছে। যেসব কম্পানি কম দামে পানি বিক্রি করতে চাচ্ছে এদের কারণে তারা বাজারে টিকতে পারছে না।</p> <p>তিনি আরো জানান, প্রতিটি পণ্যের প্রতিযোগিতামূলক বাজার দরকার। কয়েকটি প্রতিষ্ঠান মিলে যোগসাজশ করে দাম নির্ধারণ করতে পারে না। বোতলজাত পানির ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো আইন পরিপন্থী কাজ করেছে। এ জন্য তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।</p> <p>বোতলজাত পানি নিয়ে অনুসন্ধান করে কমিশন জানায়, বোতলজাত পানির উৎপাদন ও সরবরাহকারী প্রথম সারির কম্পানিগুলো ২০২৩ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে আধালিটার পানির বোতলের দাম ১৫ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা নির্ধারণ করে। এই দাম বাড়ানোর কারণ হিসেবে প্রতিষ্ঠানগুলো জানায়, ডলার ও কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় আমদানি খরচ বেড়েছে।</p> <p> </p>