<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সিলেটের আদালত থেকে জামিন পাওয়ার পর অন্য একটি মামলায়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাঁকে গতকাল সন্ধ্যায় র‌্যাবের হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মানিকের জামিন আবেদন মঞ্জুর করেন। র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস গণমাধ্যমকে জানান, সাবেক বিচারপতি মানিককে সিলেট থেকে ঢাকায় আনা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তেজগাঁও পুরান বিমানবন্দরে তাঁকে বহন করা র‌্যাবের হেলিকপ্টার অবতরণ করে। ঢাকা মহানগর পুলিশের কাছে তাঁকে সোপর্দ করা হয়েছে।</span></span></span></span></p> <p> </p>