<p>বৈষম্যহীন নগর গড়ে তোলার বিষয়টি অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার তালিকায় রাখার আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। তাঁরা বলেছেন, নতুন বাংলাদেশের প্রধান লক্ষ্যই হলো সব ধরনের বৈষম্য ও বঞ্চনা দূর করা। তাই সবার প্রত্যাশা, অন্তর্বর্তী সরকার শহর ও নগরের ধনী ও বস্তিবাসীর মধ্যে যে অন্যায্য বৈষম্য বিদ্যমান, তা দূর করে সবার জন্য একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক নগর গড়ে তুলবে।</p> <p>গতকাল বুধবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে ‘সবার জন্য চাই বৈষম্যহীন নগর, অন্তর্বর্তী সরকারের কাছে নগরবাসীর প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময়সভায় এসব কথা বলা হয়। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও কোয়ালিশন ফর দ্য আরবান পুওর (কাপ) আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কাপের নির্বাহী পরিচালক খন্দকার রেবেকা সান ইয়াত। গবেষক পাভেল পার্থের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) কার্যকরী সভাপতি লেলিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. শহিদুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আদিল মুহম্মদ খান, নারী অধিকারকর্মী কাজী সুফিয়া আখতার, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক মিহির বিশ্বাস, জাতীয় শিক্ষা ও সংস্কৃতি আন্দোলনের সদস্যসচিব রুস্তম আলী খোকন, গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক কিউরেটর আমিরুল রাজিব, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র প্রমুখ।</p> <p> </p> <p> </p>