<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সারা দেশে গুম, খুন ও নৈরাজ্যের অভিযোগে মামলা হচ্ছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম ও বগুড়ায় আরো দুটি নতুন মামলা হয়েছে। এই দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭৩৫ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাফহীমুল ইসলাম। সোমবার রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি করা হয়েছে। মামলায় এক হাজার থেকে এক হাজার ২০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। মামলায় অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ প্রমুখ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বগুড়া : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বগুড়া</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আন্ত জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। এই মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক নৌপরিবহনমন্ত্রী ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি শাজাহান খান, বগুড়া আন্ত জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মণ্ডল, সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিলসহ ২৪ জনকে আসামি করা হয়েছে। মামলায় দুই সাংবাদিক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকারি সংবাদ সংস্থা বাসসের বগুড়া প্রতিনিধি এ এইচ এম আখতারুজ্জামান ও গাজী টিভির বগুড়া প্রতিনিধি আমজাদ হোসেন মিন্টুকেও আসামি করা হয়।</span></span></span></span></p>