<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশ চলবে সংবিধান অনুযায়ী। সংবিধান কারো ইচ্ছা-অনিচ্ছায় পরিবর্তন হতে পারবে না। এ নিশ্চয়তা যদি আমরা আদায় করতে না পারি, তাহলে রাজনীতির জন্য আমাদের যে সময় এ সময়ের কোনো অর্থ হয় না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল মঙ্গলবার বরিশালের গৌরনদী উপজেলা পূজা উদযাপন পরিষদ ও সব মন্দির কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপি ও তার সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন। তিনি বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজার সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সহযোগিতা করার জন্য মন্দিরভিত্তিক স্বেচ্ছাসেবক কমিটি গঠন করতে হবে, যাতে দুষ্কৃতকারীরা কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে। বিএনপির নেতাকর্মীরা কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। গৌরনদী উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি মনোজ গোমস্তার সভাপতিত্বে মতবিনিময়সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব প্রমুখ।</span></span></span></span></span></p>