<p>ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় মুন্সীগঞ্জের ইদ্রাকপুর কেল্লাসহ দেশের আরো নানা প্রত্নতত্ত্ব নিদর্শন অন্তর্ভুক্তির চেষ্টা চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও প্রবাসী কল্যাণ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। গতকাল শুক্রবার সকালে মুন্সীগঞ্জ শহরের কোর্টগাঁও এলাকায় ইদ্রাকপুর কেল্লা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ‘প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীন যেসব প্রত্নতত্ত্ব আর স্থাপনাগুলো রয়েছে, সেগুলো সরেজমিনে দেখতে চাচ্ছি। সপ্তাহের অন্য দিন সময় পাই না। আমি ঠিক করেছি শুক্রবার দেশে যে প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো রয়েছে, সেগুলো ঘুরে দেখব।’ উপদেষ্টা বলেন, ‘ইদ্রাকপুর কেল্লা, নারায়ণগঞ্জের দুটি ও লালবাগ কেল্লাসহ এ রকম নিদর্শনগুলো আমরা ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি।’</p> <p> </p>