<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দুই-তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বেশি ছিল। তবে গতকাল শনিবার সারা দেশে অনেকটাই কমেছে বৃষ্টি। বেড়েছে তাপমাত্রা ও গরমের অনুভূতি।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রবিবার ও আগামীকাল সোমবার বৃষ্টি আরো কমতে পারে। এতে কিছুটা বাড়তে পারে তাপমাত্রাও। তবে আগামী (অক্টোবর) মাসের শুরুর দিন থেকে সারা দেশে আবার বৃষ্টি বাড়তে পারে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গতকাল রাতে কালের কণ্ঠকে বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রবি ও সোমবার বৃষ্টি কম থাকতে পারে। সোমবার রাত বা মঙ্গলবার (১ অক্টোবর) থেকে আবার বৃষ্টি বাড়তে পারে সারা দেশে। এরপর কয়েক দিন বৃষ্টি বেশি থাকতে পারে। রবি ও সোমবার তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা থাকলেও আপাতত আমরা তাপপ্রবাহ ফিরে আসার আশঙ্কা করছি না।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪.৩ ডিগ্রি। আবহাওয়া অফিস বলেছে, আজও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। আগামীকাল সারা দেশে বৃষ্টিপাতের বিস্তৃতি আরো কমতে পারে। তবে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে সারা দেশে আবার বৃষ্টি বাড়তে পারে।</span></span></p> <p style="text-align:left"> </p>