<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশে বেকারত্ব একটি বড় সমস্যা এবং এটিকে কেন্দ্র করেই মূলত আন্দোলনের সূচনা হয়েছিল। আমাদের একটি বড় কমিটমেন্ট হচ্ছে কর্মক্ষেত্র তৈরি করা। দেশের অর্থনীতিতে ফ্রিল্যান্সারদের একটি বড় ভূমিকা আছে, কিন্তু অবকাঠামো না থাকায় সেই সুযোগ কাজে লাগাতে পারছি না। ডিজিটাল সেক্টরে কর্মক্ষেত্র তৈরি করতে আমরাও আগ্রহী। এ ক্ষেত্রে বিশ্বব্যাংকের সহযোগিতা লাগবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল রবিবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিসকক্ষে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশে প্রযুক্তি বিষয়ে চাকরির সুযোগ সৃষ্টির পাশাপাশি তথ্য ও প্রযুক্তি স্থাপনা তৈরির আগ্রহ প্রকাশ করেন বিশ্বব্যাংকের গ্লোবাল ডিরেক্টর মোনা হাদ্দাদ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রকল্পের বিষয়ে উপদেষ্টা নাহিদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই মুহূর্তে আমরা নতুন কোনো প্রকল্পের বিষয়ে ভাবছি না। পুরনো যে প্রকল্প আছে, সেগুলোকে কিভাবে আরো সময়োপযোগী করা যায়, সে বিষয়ে চিন্তা করছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপদেষ্টা বলেন, তথ্য ও প্রযুক্তির প্রকল্পগুলো নিয়ে সাধারণ মানুষের মনে অনাস্থা তৈরি হয়েছে। এ ক্ষেত্রে রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দ করা হলেও তার ফল আশানুরূপ হয়নি। সেই প্রকল্পগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। যেহেতু বিশ্বব্যাংক বেশ কিছু প্রকল্পের সঙ্গে জড়িত, তাই তাদের যদি কোনো পরামর্শ থাকে, সেটা তারা নির্দ্বিধায় বলতে পারে। প্রকল্পগুলোর নিরপেক্ষ মূল্যায়ন না হলে ভবিষ্যতে কাজ করা কঠিন হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. মুশফিকুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বিশ্বব্যাংকের প্রগ্রাম লিডার সোলায়মান কুলিবালি, সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি এবং ডিজিটাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সুপর্ণা রায় উপস্থিত ছিলেন।</span></span></span></span></p>