<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুকে (৫৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ইউপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। এই খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে ও আগুন ধরিয়ে দেয়। ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। নইমুদ্দিন সেন্টু ফিলিপনগর গ্রামের মোতালেব সরদারের ছেলে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রত্যক্ষদর্শী কয়েকজন গ্রাম পুলিশ জানান, নইমুদ্দিন সেন্টু ইউপি কার্যালয়ে বসে কাজ করছিলেন। এ সময় পাঁচ-সাতজন দুর্বৃত্ত প্রথমে জানালা দিয়ে তাঁকে লক্ষ্য করে দু-তিন রাউন্ড গুলি ছোড়ে। এরপর দুর্বৃত্তরা কার্যালয়ে ঢুকে তাঁকে লক্ষ্য করে আরো কয়েক রাউন্ড গুলি করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী ও চেয়ারম্যানের সমর্থকরা বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দৌলতপুর থানার ওসি মাহাবুবর রহমান কালের কণ্ঠকে বলেন, হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কাউকে আটক কিংবা হত্যাকাণ্ডের কারণ জানা সম্ভব হয়নি।</span></span></span></span></p>