<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মায়ের ডাক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান ও কর্মীদের হেনস্তার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আগামী তিন দিনের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউতে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংবাদ সম্মেলনে সংগঠনের সংগঠক সানজিদা ইসলাম তুলি অভিযোগ করেন, গত সোমবার দুপুরে সেনাবাহিনীর একটি দল মায়ের ডাকের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে নারী কর্মীদের হেনস্তা করে। সে সময় তাঁকে খোঁজা হয়েছে উল্লেখ করে সানজিদা ইসলাম তুলি বলেন, তাঁর পরিবারের সদস্যদের মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়। এই অভিযানের বিষয়ে গণমাধ্যমে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) দেওয়া বিবৃতির প্রতিবাদ ও নিন্দা জানান সংগঠনটির নেতাকর্মীরা।</span></span></span></span></span></p>