<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে গাইবান্ধায় কলেজশিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার সাভারে গণ বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় গল্প লিখন প্রতিযোগিতার। প্রতিনিধিদের পাঠানো খবর :</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="বসুন্ধরা " height="41" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/09.September/29-09-2024/mk/kk-2-2024-09-30-15a.jpg" style="float:left" width="300" />গাইবান্ধা : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-অভ্যুত্থানে শহীদদের স্মরণে গাইবান্ধায় কলেজশিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বসুন্ধরা শুভসংঘ জেলা কমিটি সুরবাণী সংসদ মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করে। গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. খলিলুর রহমান এতে প্রধান অতিথি  ছিলেন। দিনব্যাপী উৎসবমুখর এই প্রতিযোগিতায় গাইবান্ধা সরকারি কলেজের চারটি দলে তিনজন করে ১২ জন বিতার্কিক অংশ নেন। ভিন্ন ভিন্ন বিষয়ে লিগ পদ্ধতি এবং পরবর্তী সময়ে নকআউট পদ্ধতিতে সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চূড়ান্ত প্রতিযোগিতায় দ্বিতীয় বর্ষের রাকিবা সুলতানা ও তার দলের সুবাহ ও অর্ক এবং প্রথম বর্ষের শামসুন্নাহার নাহার ও তার দলের হাদি ও গালিব অংশ নেয়। এতে রাকিবার দল চ্যাম্পিয়ন এবং নাহারের দল রানার্স আপ হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে শুভসংঘের জেলা সভাপতি হুমায়ুন আহমেদ বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য দেন প্রতিযোগিতার বিচারক লেখক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব রিপন চৌধুরী, লেখক কাওসার রহমান রোমেল, সাংবাদিক সাইফুল মিলন, প্রতিযোগিতা উপপরিষদের আহ্বায়ক তানহা তাসফিয়া পূর্ণতা ও প্রতিযোগিতার মডারেটর অমিতাভ দাশ হিমুন।   </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুরো অনুষ্ঠান সমন্বয় করেন শুভসংঘের বন্ধু আহসান আজিম প্রধান নাইম, আহসানিয়া তাসনিম স্নিগ্ধা, আলাদিন আলিফ, রেশাদ আহমেদ, মেধা, লিজা আকতার ও রক্সি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাভার</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (ঢাকা) : জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণে ও শহীদদের স্মরণে বসুন্ধরা শুভসংঘ গণ বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুলাই বিপ্লবে আমার অভিজ্ঞতা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শিরোনামে ছোটগল্প লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সাভারে গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনে শহীদদের স্মরণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গণ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ফয়সাল আহমেদ, সহসভাপতি সাজ্জাদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক এনামুল আকন্দসহ মেহেদী হাসান, সুদীপ্ত, ফাহিম, নাইমা, আশা, নুসাইবা, সাকিব, নাঈম, মুনিয়া, অঙ্কন চক্রবর্তী, পূর্ণিমা সরকার ও প্রকাশ রাজবংশী।</span></span></span></span></p>