<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাসের বিদেশে অর্থপাচারের অভিযোগের তথ্য চেয়ে ১১টি দেশে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, তুরস্কসহ ১১টি দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকুয়েস্টের (এমএলএআর) মাধ্যমে তথ্য চেয়ে এসব চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (ইমিগ্রেশনের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক) আরেকটি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে মাসুদ বিশ্বাস যেন বিদেশে চলে যেতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। দুদক সূত্র কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছে। ইমিগ্রেশনে পাঠানো চিঠিতে বলা হয়, মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন। গোপন সূত্রে জানা গেছে, তিনি দেশ ছেড়ে অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করছেন। গত ২৫ সেপ্টেম্বর মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। এরপর দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে চার সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়।</span></span></span></span></p>