<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের বেশির ভাগ অঞ্চলে কমবেশি বৃষ্টি ছিল দু-তিন দিন ধরেই। কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণও হয়েছে। রাজধানীসহ অনেক অঞ্চলে একটানা অঝোর বৃষ্টিপাত মধ্য আশ্বিনেও যেন বর্ষার আমেজ নিয়ে এসেছিল। তবে আজ শনিবার থেকে আবার বৃষ্টিপাতের তীব্রতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কম হলেও বৃষ্টি থাকতে পারে বিভিন্ন অঞ্চলে, অপেক্ষাকৃত বেশি থাকতে পারে উত্তরাঞ্চলে, বিশেষ করে ময়মনসিংহ ও সিলেটে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবহাওয়া অধিদপ্তর গতকাল শুক্রবার সন্ধ্যায় জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, লঘুচাপটি বৃষ্টিপাত বৃদ্ধিতে তেমন ভূমিকা রাখবে না। আজই এটি দুর্বল হয়ে যেতে পারে। তবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় দেশের তিন সমুদ্রবন্দর ও কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রেখেছে অধিদপ্তর। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৃষ্টিপাত ও লঘুচাপ প্রসঙ্গে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গতকাল রাতে কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের উত্তরাঞ্চল অর্থাৎ ময়মনসিংহ ও সিলেটের দিকে আগামীকাল (আজ) বৃষ্টি বেশি থাকতে পারে। কমতে পারে দক্ষিণাঞ্চলসহ দেশের অন্যান্য অঞ্চলে। (গতকাল) বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হলেও চলমান বৃষ্টিপাতে এর প্রভাব পড়ার সম্ভাবনা কম। শনিবারের মধ্যেই এটি স্থলভাগে উঠে যেতে পারে বা দুর্বল হয়ে যেতে পারে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে বৃষ্টি কমলেও আগামী কিছুদিনে বড় ধরনের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা কম বলে জানান ওমর ফারুক। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত দুই দিনের মতো দিনব্যাপী বৃষ্টি না থাকলেও আগামী কিছুদিন দেশের বিভিন্ন অঞ্চলে মাঝেমধ্যেই কমবেশি বৃষ্টি হতে পারে। ফলে তাপমাত্রা অতটা বাড়ার সুযোগ পাবে না। ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টি অপেক্ষাকৃত বেশি থাকতে পারে সোমবার পর্যন্ত।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>