<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">খাগড়াছড়ি  টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ  সোহেল রানাকে (৪৯) পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় প্রতিষ্ঠানটির  তিনজন শিক্ষার্থীসহ ১০ জনের নাম উল্লেখ করে আরো ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে। এসআই মিজানুর রহমান বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলাটি দায়ের করেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এজাহারভুক্ত আসামিরা হলেন নিমন্ত ত্রিপুরা (২২), টুনশু চাকমা, সজিব চাকমা (১৯), প্রণয় চাকমা (১৯), কোষ চাকমা (২১), টিনটু চাকমা (১৯), অম্লান ত্রিপুরা (২০), আইকন চাকমা (২০), নিউটন মারমা (২০) ও অনিল চাকমা (১৯)। এর মধ্যে সজিব চাকমা, প্রণয় চাকমা ও কোষ চাকমা  টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">খাগড়াছড়ি সদর থানার ওসি আবদুল বাতেন মৃধা মামলার বিষয়টি নিশ্চিত করে আসামিদের  গ্রেপ্তারের  চেষ্টা চলছে বলে জানান।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">উল্লেখ্য, গত ১ অক্টোবর শিক্ষক  সোহেল রানাকে ছাত্রী ধর্ষণের অভিযোগ তুলে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনার জেরে খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি সংঘাত সৃষ্টি হয়। মহাজনপাড়া, পানখাইয়াপাড়া সড়কসহ বিভিন্ন এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়া, ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল শনিবার খাগড়াছড়িতে সেনাবাহিনীর সদর জোনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে জোনের আওতাধীন ১৮টি পূজামণ্ডপের জন্য উদযাপন কমিটির হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।</span></span></span></span></span></p>