<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১৫ বছরের কিশোরী কোহিনূর আক্তার কনা এবং চার বছর বয়সী নাবিল রহমান নীরব দুই সহোদর। ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ধামশুর গ্রামের কেরামত আলী ও নাছিমা আক্তার দম্পতির সন্তান তারা। কনা স্থানীয় হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত। নাবিল কথা বলতে পারে না।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুই ভাই-বোনই থ্যালাসেমিয়ায় আক্রান্ত। প্রায় ১০ বছর আগে কনার এবং তিন বছর আগে নাবিলের থ্যালাসেমিয়া রোগ ধরা পড়ে। সেই থেকে প্রতি মাসে তাদের রক্ত দিতে হয়। রক্ত দেওয়া না হলে তারা দুর্বল হয়ে পড়ে। তাদের চিকিৎসার জন্য ঢাকায় যাতায়াত, ডাক্তারের ভিজিটসহ প্রতি মাসে তাদের চিকিৎসা খরচ বর্তমানে ১৪-১৫ হাজার টাকা। স্ত্রী ও দুই সন্তান নিয়ে কেরামত আলীর চার সদস্যের পরিবার। তিনি এলাকায় চা-পান বিক্রির ছোট্ট একটি দোকান করেন। ওই দোকানের আয় থেকে চলে তাঁর সংসার। দুই সন্তানের চিকিৎসা খরচ চালাতে বসতভিটা ছাড়া সবই বিক্রি করতে হয়েছে তাঁকে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বামীর সঙ্গে সন্তানের খরচের হাল ধরতে সম্প্রতি সাড়ে আট হাজার টাকা বেতনে স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ নিয়েছেন নাছিমা; কিন্তু তাতেও কিছু হচ্ছে না।</span></span></span></span></p> <p><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাছিমা আক্তার জানান, কয়েক বছর আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, বোন ম্যারো ট্রান্সফার করলে তাঁর দুই সন্তানের সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জন্য ২০ লাখ টাকার প্রয়োজন; কিন্তু টাকার ব্যবস্থা না হওয়ায় তাদের বোন ম্যারো ট্রান্সফার করা সম্ভব হচ্ছে না। সমাজের বিত্তবানদের কেউ যদি সাহায্যের হাত বাড়িয়ে তাঁর দুই সন্তানের চিকিৎসায় এগিয়ে আসতেন তাহলে হয়তো বেঁচে যেত ফুটফুটে দুটি প্রাণ। ন্যাশনাল ব্যাংক, ভালুকা শাখায় নাছিমা আক্তারের সঞ্চয়ী হিসাব নম্বর ১১০০০০৩৬২২৬৪৬।      </span></span></p>