<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারে সহযোগিতার লক্ষ্যে ছয় দফা প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতারা। গতকাল রবিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরা হয়। বৈঠকে ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিনের সভাপতিত্বে লিখিত বক্তব্যে প্রস্তাবগুলো উপস্থাপনা করেন সংগঠনের মহাসচিব স উ ম আবদুস সামাদ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছয় দফা প্রস্তাবের মধ্যে রয়েছে দেশের রিজার্ভ সংকট দূর করতে বিগত সরকারের আমলে বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ নেওয়া। স্বীকৃত দুর্নীতিবাজ, বিদেশে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বেগমপাড়া</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গড়া অর্থ পাচারকারীদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা। একটি বিশেষ দলের লোকজনকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যসহ জনবল নিয়োগ না করে নির্দলীয়-নিরপেক্ষ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া। প্রস্তাবে বলা হয়, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ একটি কার্যকর সংস্কারের পথ সুগম করতে পারে। দেশ সংস্কারে পর্যাপ্ত সময় প্রয়োজন। আমরা প্রয়োজনীয় সময় দেওয়ার পক্ষে।</span></span></span></span></p>