<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকসংখ্যা সীমিত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, সোনার ডিম পাড়া হাঁসের মতো সবাই গিয়ে সেন্ট মার্টিন দ্বীপ শেষ করে দিলে তো আর পর্যটন থাকবে না। এ ছাড়া পরিবেশবান্ধব পর্যটনব্যবস্থা ও জীববৈচিত্র্য রক্ষায় অংশীজনদের সঙ্গে আলোচনা করে বন্ধ করা হবে রাত্রিযাপন। গতকাল সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা চাই দ্বীপটি বেঁচে থাক ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সবাই যেন এই দ্বীপ দেখতে পারে। তবে একজন ব্যক্তি যেন পাঁচবার না আসে। এ জন্য একটা সময়সীমার মধ্যে আমাদের আসতে হবে। নভেম্বর ও ডিসেম্বর মাসে পর্যটন মৌসুম শুরু হয়। এর আগে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কোন কর্মপন্থায় যাব এবং কিভাবে তা বাস্তবায়ন করা যাবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> রাত্রিযাপন বন্ধের বিষয়ে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০১৮ সালে আন্ত মন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত হয়েছিল, দিনের বেলা পর্যটন চলবে, রাতের বেলা কেউ থাকতে পারবে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>