<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এবারের দুর্গাপূজায় প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। দু-একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে সেখানে ব্যবস্থা নিয়ে এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা চাই মুসলিমরা যেভাবে ঈদ উৎসব পালন করি, একইভাবে সনাতন ধর্মাবলম্বীরা তাদের এই উৎসব পালন করুক।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি গতকাল বৃহস্পতিবার মাগুরা শহরের সাতদোহা পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুণ্ডু উপস্থিত ছিলেন।</span></span></span></span></p>