<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বৃষ্টি নামে। শুরুতে ঝিরঝির বৃষ্টি হলেও ঘণ্টাখানেকের মধ্যেই তা তুমুল বর্ষণে রূপ নেয়। সেই সঙ্গে বিদ্যুৎ চমক ও মুহুর্মুহু বজ্রপাতের শব্দ। শুধু ঢাকায়ই নয়, কিছুদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে এমন আকস্মিক বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা দেখা যাচ্ছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবহাওয়াবিদরা বলছেন, দেশ থেকে মৌসুমি বায়ু বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এ সময় এই ধরনের বজ্রসহ বৃষ্টি হওয়াটা স্বাভাবিক। দুই-তিন দিনের মধ্যেই সারা দেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নিতে পারে। এতে তখন দেশ প্রায় বৃষ্টিহীন হয়ে পড়তে পারে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গতকাল রাতে কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সময় এ রকম বজ্রসহ বৃষ্টি হওয়া স্বাভাবিক। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এরই মধ্যে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আগামী ১৩ থেকে ১৪ অক্টোবরের মধ্যে মৌসুমি বায়ু সারা দেশ থেকে পুরোপুরি বিদায় নিতে পারে। এ সময় দেশ প্রায় বৃষ্টিহীন হয়ে যেতে পারে। তবে বৃষ্টি কমলেও এখন ক্রমে দিনের পরিধি কমতে থাকায় তাপমাত্রা বৃদ্ধির তেমন সম্ভাবনা নেই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বজলুর রশিদ বলেন, দুই-তিন দিন কম থাকলেও ১৫ অক্টোরের পর আবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। তবে এটি মৌসুমি বায়ুর প্রভাবে হবে না। আরব সাগরে একটি লঘুচাপ রয়েছে যেটি নিম্নচাপে রূপ নিতে পারে। সেখান থেকে কিছু মেঘ বাংলাদেশের দিকে এসে বৃষ্টি কিছুটা বাড়াতে পারে।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার ময়মনসিংহ ও সিলেটে বিভাগের কিছু জায়গায় এবং বাকি বিভাগগুলোর দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। আগামী দুই দিনে (রবি ও সোমবার) বৃষ্টিপাতের বিস্তৃতি আরো কমতে পারে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মাত্র ১৯টিতে বৃষ্টি রেকর্ড করা হয়েছে গতকাল। সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও নোয়াখালীর হাতিয়ায়, ২৪ মিলিমিটার। এ ছাড়া নেত্রকোনায় ২০ মিলিমিটার ও সিলেটে ১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।</span></span></span></span></p>