<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজনৈতিক পটপরিবর্তনের পরও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলাগুলো প্রত্যাহার না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। দ্রুত এসব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল মঙ্গলবার ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়। ইউট্যাবের শীর্ষ দুই নেতা বলেন, ২০০৭ সালে ১/১১-এর জরুরি সরকারের সময় কাল্পনিক অভিযোগে তাঁর বিরুদ্ধে অনেক মামলা দেওয়া হয়েছিল, যা সম্পূর্ণরূপে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মূলত বিএনপি তথা জিয়া পরিবারকে দমনের লক্ষ্যেই সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানের বিরুদ্ধে দুদক এই মামলা করেছিল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিবৃতিতে তাঁরা জানান, বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র-জনতা ১৭ বছর ধরে গণতন্ত্রের জন্য আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। এই সংগ্রামে বিরামহীন নেতৃত্ব ও দিকনির্দেশনা দিয়েছেন তারেক রহমান। এর মধ্যে পলাতক শেখ হাসিনার নির্দেশে কয়েকটি মিথ্যা মামলার ফরমায়েশি রায়ও ঘোষণা করা হয়েছে।</span></span></span></span></span></p>