<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাংলামোটরে মো. বেলাল হোসেন (রাব্বি) নামের যুবককে গুলি করে হত্যার অভিযোগে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমালের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা দেড় শ জনকে আসামি করা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত সোমবার শাহবাগ থানায় মামলাটি করেন নিহতের মা মোছা. জেসমিন আক্তার। অন্য আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ড. হাছান মাহমুদ, মো. আলী আরাফাত, জুনাইদ আহমেদ পলক, মাহবুবউল আলম হানিফ, সজীব ওয়াজেদ জয়, শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, এ এস এম ফিরোজ আলম, মোহাম্মদ আব্দুল আউয়াল, সাদ্দাম হোসেন, শেখ ওয়ালী আসিফ ইনান, মো. শহীদুল ইসলাম, মো. ফাহিম মোশাররফ, নজিবুল্লাহ হিরো ও মো. মকবুল হোসেন। </span></span></span></span></span></p>