<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন বাংলাদেশের রাজনীতির </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অগ্নিকন্যা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। দুই দফা জানাজা শেষে গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার পর স্বামী প্রখ্যাত সাংবাদিক বজলুর রহমানের কবরে তাঁকে সমাহিত করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মতিয়া চৌধুরীর ভাই মাসুদুর রহমান কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাছে কবরের জন্য একটি প্লট চেয়েছিলাম। কিন্তু সিটি করপোরেশন থেকে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার অফিস থেকে অনুমতি না পেলে প্লট বরাদ্দ দেওয়া যাবে না। আমরা আজ (গতকাল) সকাল পর্যন্ত অপেক্ষা করেও অনুমতি পাইনি। পরে তাঁর স্বামীর কবরে তাঁকে দাফন করা হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বর্ষীয়ান রাজনীতিক, সাবেক সংসদ উপনেতা মতিয়া চৌধুরীর প্রথম জানাজা নিজ বাসভবন রাজধানীর রমনা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স প্রাঙ্গণে গতকাল সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁর কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। নিজ নির্বাচনী এলাকা শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) থেকেও আওয়ামী লীগ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন ও শ্রদ্ধা জানান। বাদ জোহর গুলশান আজাদ মসজিদে তাঁর দ্বিতীয় জানাজা হয়।</span></span></span></span></span></p>