<p>ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, খুন-গুম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অমার্জনীয় অপরাধ। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সব খুনের বিচার হতে হবে। গতকাল শুক্রবার কক্সবাজার প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।</p> <p>উপদেষ্টা বলেন, ‘দেশের ভোটিং কালচার নষ্ট করে ফেলা হয়েছে। আমরা ভোটিং কালচার নিশ্চিত করতে চাই।’ তিনি আরো বলেন, ‘আমরা শাসন করতে আসিনি। আমরা জনগণের অধিকার ফিরিয়ে দিতে এসেছি। এই সরকার ব্যর্থ হলে দেশে আবারও দুর্যোগ নেমে আসবে।’</p> <p>কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে মতবিনিময়সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব আবদুল হামিদ জমাদ্দার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজিম উদ্দিন আহমেদ, জেলা নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আবদুল খালেক নিজামী প্রমুখ।</p> <p> </p>