<p>লেবাননে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরতে জরিমানা ফি মওকুফ করার ব্যবস্থা করা হয়েছে। ফলে বাংলাদেশিরা ভিসা ছাড়াই ফিরতে পারবে। গতকাল শুক্রবার বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।</p> <p>বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, লেবাননে অনিয়মিত কর্মীদের বহির্গমন ভিসা পাওয়ার ক্ষেত্রে বছর অনুযায়ী যে আর্থিক জরিমানার বিধান আছে, তা যুদ্ধাবস্থার অসুবিধার কথা বিবেচনা করে দূতাবাসের বিশেষ উদ্যোগে মওকুফ করার ব্যবস্থা করা হয়েছে।</p> <p>এর আগে বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছিল, লেবানন থেকে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরতে জরিমানা ফি দিতে হবে।</p>