<p>রাজধানীতে গত বৃহস্পতিবার রাতে এবং গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি ঝরেছে। বৃষ্টি হয়েছে ঢাকা ছাড়াও দেশের বেশ কিছু অঞ্চলেও। সামগ্রিকভাবে দেশে গত দুই দিন বৃষ্টিপাতের বিস্তৃতি কিছুটা বেশি ছিল। আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ শনিবারও ঢাকাসহ দেশের কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে।</p> <p>তবে সামগ্রিকভাবে গতকালের তুলনায় আজ সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমবে। আগামীকাল রবিবার থেকে কিছুদিনের জন্য বৃষ্টি অনেকটাই কম থাকতে পারে। আবহাওয়া অফিস বলেছে, ২১ অক্টোবরের পর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যেটির প্রভাবে ২২ অক্টোবরের পর থেকে আবার সারা দেশে বৃষ্টি বাড়তে পারে।   </p> <p>এদিকে ভারতের আবহাওয়াবিষয়ক সরকারি সংস্থা আইএমডি গতকাল জানিয়েছে, ২০ অক্টোবরের (রবিবার) দিকে উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে, ২২ অক্টোবরের দিকে মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে এটি আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ২৪ অক্টোবরের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে।</p> <p>এ বিষয়ে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘আগামীকাল (আজ) সামগ্রিকভাবে বৃষ্টি কিছুটা কম থাকতে পারে। ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে। পরবর্তী দিনগুলোতে বৃষ্টি ক্রমে কমতে পারে। সম্ভাব্য লঘুচাপের প্রভাবে ২২ অক্টোবরের পর থেকে আবার বৃষ্টি বাড়তে পারে। ২৪ ও ২৫ অক্টোবর সারা দেশে বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও ঢাকায় তুলনামূলক বৃষ্টি বেশি থাকতে পারে।’</p> <p>অক্টোবর মাসে সাগরে অনুকূল পরিস্থিতি থাকায় সম্ভাব্য লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কাও রয়েছে। এ বিষয়ে মনোয়ার হোসেন বলেন, ‘একটি লঘুচাপ হতে পারে। এটি ঘনীভূত হয়ে নিম্নচাপও হতে পারে। সম্ভাব্য লঘুচাপটি নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না তা এখনো নিশ্চিত করে বলার মতো সময় হয়নি। তবে এই অঞ্চলের জলবায়ু চিন্তা করলে বর্ষা-পরবর্তী সময়ে অক্টোবর ও নভেম্বর মাসে সাগরে এ ধরনের লঘুচাপগুলোর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা থাকে।’</p> <p>আবহাওয়া অধিদপ্তর চলতি অক্টোবরের শুরুতে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানিয়েছিল, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।</p> <p>তিন বিভাগে আজ বৃষ্টি বেশি হতে পারে : আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের অন্য বিভাগগুলোর দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামীকাল রবিবার বৃষ্টিপাতের বিস্তৃতি কমতে পারে। এতে সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।</p> <p>দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের ২৫টিতে গতকাল বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মূলত খুলনা বিভাগে বৃষ্টিপাতের তীব্রতা বেশি ছিল। এ ছাড়া ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগে কম-বেশি বৃষ্টি হয়েছে।</p> <p>গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে যশোরে, ১১৭ মিলিমিটার (অতি ভারি বৃষ্টিপাত)।</p> <p> </p>