<p>বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে সৎ ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে অবিলম্বে পার্বত্য জেলা পরিষদগুলো পুনর্গঠন করে জীবনযাত্রা সচল করার দাবি জানানো হয়েছে। গতকাল শুক্রবার বান্দরবান প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।</p> <p>সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমন্বয়ক আসিফ ইকবাল। এ সময় জেলার অন্যতম সমন্বয়ক হাবিব আল মাহমুদ, মোহাম্মদ মুছা, মিছবাহ উদ্দিন ও মোহাম্মদ সানিম উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।</p> <p>সংবাদ সম্মেলনে বলা হয়, অতীতে উন্নয়নের নামে পার্বত্য জেলা পরিষদ একটি লুটপাটের প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। নতুন পরিষদগুলো গঠন করে সরকারি বিভাগ এবং জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানগুলোর দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে হবে।</p> <p>সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সারা দেশের আদালতগুলোতে দুর্নীতির দায়ে অভিযুক্তদের বিচারের প্রক্রিয়া চলমান থাকলেও বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত একের পর এক আসামিদের জামিনে ছেড়ে দিচ্ছেন।</p> <p>সংবাদ সম্মেলনে অবিলম্বে বান্দরবানসহ পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলার পর্যটনের ওপর আরোপিত বিধি-নিষেধ শিথিল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।</p> <p> </p>