<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নারায়ণগঞ্জে অটোরিকশা চুরির ঘটনায় গ্যারেজের নৈশ প্রহরীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ছাড়া চুয়াডাঙ্গা সদর উপজেলায় এক গৃহবধূকে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা ও মেহেরপুরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদে বিস্তারিত</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নারায়ণগঞ্জ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নারায়ণগঞ্জের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বন্দরে অটোরিকশা চুরির ঘটনায় নৈশ প্রহরী সিরাজুল ইসলামকে (৬৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে গ্যারেজ মালিক ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। গতকাল রবিবার ভোরে সিরাজুল ইসলামের মরদেহ গ্যারেজ থেকে উদ্ধার করে পুলিশ। নিহত সিরাজুল ইসলাম বন্দরের মুছাপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, বন্দরের মুছাপুর ইউনিয়নের জহরপুর গ্রামের আক্তার হোসেনের মালিকানাধীন অটোরিকশা গ্যারেজে কাজ করতেন সিরাজুল। গত বৃহস্পতিবার রাতে কৌশলে গ্যারেজ থেকে ছয়টি অটোরিকশা চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোর। এ ঘটনার জের ধরে নাইটগার্ড সিরাজুলকে তিন দিন ধরে গ্যারেজে আটকে রেখে নির্যাতন চালান গ্যারেজ মালিক আক্তার ও চুরি যাওয়া ছয় অটোরিকশার চালক। শনিবার রাত আড়াইটার দিকে নাইটগার্ড সিরাজুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে রবিবার সকালে কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জে মর্গে পাঠায়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহতের ছেলে ইউসুফ হোসেন জানান, অটোরিকশা চুরির পরদিন শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে আসে। গ্যারেজ মালিক আক্তার ও মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জু মেম্বার বিচারের কথা বলে তাঁর বাবাকে গ্যারেজে রেখে দেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ করা হলে পুলিশ শনিবার বিকেলে ঘটনা তদন্তে গ্যারেজে যায়। সে সময় সিরাজ মিয়াকে গ্যারেজের চৌকিতে বসে থাকতে দেখা যায়। তদন্ত শেষ করে পুলিশ চলে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। তবু আমরা মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চুয়াডাঙ্গা : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সদর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> উপজেলার দৌলাতদিয়াড় গ্রামে একটি বাড়িতে ঢুকে গৃহবধূ অঞ্জলি রানী বিশ্বাসকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কে বা কারা এবং কেন অঞ্জলি রানীকে হত্যা করেছে পুলিশ তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহত অঞ্জলি রানী চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলাতদিয়াড় গ্রামের গণেশ প্রামাণিকের স্ত্রী। স্বামী গণেশ নাপিতের কাজ করেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহত অঞ্জলির স্বামী গণেশ প্রামাণিক জানান, বাড়িতে তাঁরা স্বামী-স্ত্রী ছাড়া অন্য কেউ থাকত না। তাঁদের একমাত্র কন্যাসন্তান অনেক আগেই মারা গেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মেহেরপুর : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মেহেরপুর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সরকারি কলেজের পেছনের আমবাগান থেকে অর্ধগলিত অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে রেখেছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা চার-পাঁচদিন আগে মারা গেছেন ওই ব্যক্তি। স্থানীয়রা ধারণা করছে, তাঁকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। মেহেরপুর সদর থানার ওসি আমানুল্লাহ বারী বলেন, এটি হত্যা, নাকি আত্মহত্যা এখনই কিছু বলা যাচ্ছে না।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>