<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ পুনর্গঠন করেছে সরকার। গত বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয় এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। চলতি বছরের ৩১ মার্চ ২৭ সদস্যের একটি পরিষদ গঠন করে দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। সেটি বাতিল করে এই পরিষদ পুনর্গঠন করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইন অনুযায়ী, শিল্পকলা একাডেমি পরিচালিত হয় একটি পরিষদ দ্বারা। পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন করেন মহাপরিচালক। পরিষদ প্রতি তিন মাসে একবার সভায় মিলিত হবে এবং সভার তারিখ, সময় ও স্থান নির্ধারণ করবেন সভাপতি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পদাধিকার অনুযায়ী সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টাকে পরিষদের সভাপতি এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালককে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। সহসভাপতি করা হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবকে। পরিষদের সদস্য মনোনীত হয়েছেন সাংবাদিক ও গবেষক আলতাফ পারভেজ, ছায়ানটের সংগীত শিক্ষক লায়েকা বশীর, নৃত্যশিল্পী র‌্যাচেল অ্যাগনেস প্যারিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা। এ ছাড়া ঢাকা বিভাগ থেকে আজাদ আবুল কালাম, চট্টগ্রাম বিভাগ থেকে জয়দেব রোয়াজা, রাজশাহী বিভাগ থেকে আসাদুজ্জামান দুলাল, খুলনা বিভাগ থেকে শিপন, বরিশাল বিভাগ থেকে দেবাশীস চক্রবর্তী, সিলেট বিভাগ থেকে শামসুল বাসিত শেরো, রংপুর বিভাগ থেকে ইফতেখারুল আলম রাজ এবং ময়মনসিংহ বিভাগ থেকে কমল কান্তিকে সদস্য মনোনীত করা হয়েছে। পদাধিকার অনুযায়ী পরিষদে সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলা একাডেমির মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক, বাংলাদেশ বেতারের মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন, সরকারি সংগীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব/উপসচিব (অধিশাখা-৭)।</span></span></span></span></span></p>