<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো এক হাজার ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫০ হাজার ৯১৯। দেশের ইতিহাসে আক্রান্তের এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা গেছে, ১৬ থেকে ৪০ বছর বয়সী মানুষ ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে। ডেঙ্গুতে পুরুষ আক্রান্ত বেশি হলেও মৃত্যু বেশি নারীর। আক্রান্ত মানুষের ৫৮ শতাংশ ঢাকা শহরের বাইরের, তবে মৃত্যুর ৭০ শতাংশ হচ্ছে ঢাকায়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে আক্রান্ত</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এই রোগ নিয়ে সবচেয়ে বেশি, তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ২০২২ সালে আক্রান্ত হয় ৬২ হাজার ৩৩৫ জন এবং ২০১৯ সালে আক্রান্ত হয় এক লাখ এক হাজার ৩৫৪ জন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে ২৫০ জনের মৃত্যু হলো। দেশের ইতিহাসে এটাই তৃতীয় সর্বোচ্চসংখ্যক মৃত্যু। সবচেয়ে বেশি, এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল গত বছর। এর আগের বছর মারা গিয়েছিল ২৮১ জন। ১০০ জনের বেশি মৃত্যু হয়েছিল ২০২১ ও ২০১৯ সালে। ওই দুই বছর মারা গিয়েছিল যথাক্রমে ১০৫ জন ও ১৭৯ জন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলতি বছরে ১৬ থেকে ৪০ বছর বয়সী মোট ৩০ হাজার ৮৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, যা মোট রোগীর ৬১ শতাংশ। এই বয়সী রোগীদের মধ্যে মারা গেছে ১০৫ জন। এটি মোট মৃত্যুর ৪২ শতাংশ। গত কয়েক দিনে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৩৯২ জন, ঢাকা বিভাগে ২১১, চট্টগ্রাম বিভাগে ১৪৯, খুলনা বিভাগে ১০১, বরিশাল বিভাগে ৭৭, রাজশাহী বিভাগে ৫১, ময়মনসিংহ বিভাগে ৩১, রংপুর বিভাগে ২৪ এবং সিলেট বিভাগে তিনজন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে তিন হাজার ৮১৮ জন। তাদের মধ্যে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি এক হাজার ৮১৬ জন; আর দুই হাজার দুজন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। </span></span></span></span></span></p>