<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেন্ট</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মার্টিন দ্বীপের পরিবেশবান্ধব আবহ নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে দ্বীপটিতে পর্যটন কয়েক মাসের জন্য সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্ত নেয়। এরপর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর এ কথা জানান। এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার, সহকারী প্রেসসচিব নাঈম আলী ও সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অপূর্ব জাহাঙ্গীর বলেন, নভেম্বরে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে, তবে তারা সেখানে রাতে অবস্থান করতে পারবে না। ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হবে এবং তারা রাত্রী যাপন করবে। তবে দিনে পর্যটকের সংখ্যা দুই হাজারের বেশি হতে পারবে না। অন্যদিকে দ্বীপ পরিষ্কার ও পরিবেশ রক্ষার জন্য ফেব্রুয়ারিতে পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অপূর্ব জাহাঙ্গীর বলেন, সেন্ট মার্টিন কোরাল দ্বীপ। দ্বীপটি রক্ষা এবং এর পরিবেশ রক্ষার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বছরের অন্যান্য মাসের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মূলত এ সময়ে পর্যটকদের চাপ অনেক বেশি থাকে, সে জন্য এই চার মাসের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে গত শনিবার সেন্ট মার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটক রক্ষা-উন্নয়ন জোট নামের একটি সংগঠন রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনায়তনে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে। এতে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক সীমিত ও রাতযাপন নিষিদ্ধ না করে বরং ব্যবস্থাপনার সক্ষমতা ও পরিবেশ রক্ষার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে দ্বীপটির জীববৈচিত্র্য রক্ষার দাবি জানানো হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>